Breaking News

পদার্থ বিজ্ঞান-তাপবিদ্যা

১ সেকেন্ডে ১ জুল কাজ করাকে কি বলে? উঃ ওয়াট।
ক্ষমতার একক কি? উঃ ওয়াট।
এক কিলোওয়াট-ঘন্টা সমান কত জুল? উঃ 36x105 জুল।
একজন মাঝি নৌকা চালানোর সময় নিউটনের কোন সূত্র প্রয়োগ করে? উঃ নিউটনের তৃতীয় সূত্র।
পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে কি বলে? উঃ অভিকর্ষ।
আর্গ কি? উঃ কাজের একক। (সিজিএস পদ্ধতি)
কাজের একক কোনটি? উঃ জুল। (এমকেএস পদ্ধতি)
আমাদের মাথার উপরে বিদ্যমান বায়ু স্তম্ভের পরিমাণ কত? উঃ ১ টন।
কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি? উঃ মেরু অঞ্চলে।
বাতাস থেকে পানি কত গুণ ভারী? উঃ ৭৭৫ গুন।
শক্তি রূপান্তরের সময় কি হয়? উঃ কিছু পরিমাণ শক্তি অপচয় হয়।
প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কি বলা হয়? উঃ কাজ।
শক্তির মাত্রা কোনটি? উঃ MLT-2
ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক কি? উঃ অশ্ব ক্ষমতা বা হর্সপাওয়ার।
১ অশ্বক্ষমতা (HP) মান কত? উঃ ৭৪৬ ওয়াট।
১ অশ্ব ক্ষমতা (HP) মান কত? উঃ ৫৫০ ফুট-পাউন্ড/সেকেন্ড।
গতিশক্তি নির্ণয় সূত্র কোনটি? উঃ ১/২ x ভর x (বেগ)২
শব্দ .
শব্দের শ্রাব্যতার সীমা কত? উঃ ২০-২০০০০ হার্জ।
শব্দের স্মৃতি পূর্ব সীমা কত? উঃ ২০ হার্জ এর নিচে।
শব্দের শ্রবণোত্তর সীমা কত? উঃ ২০০০০ হার্জ এর উপর।
কুকুরের শ্রাব্যতার সীমা কত? উঃ ৩৫০০০ হার্জ।
বানরের শ্রাব্যতার সীমা কত? উঃ এক লক্ষ হার্জের বেশি।
বাদুড় কিভাবে রাতের বেলা পথ চলে? উঃ শ্রবণোত্তর সীমার শব্দ উৎপন্ন করে।
শব্দের উৎস কি? উঃ বস্তুর কম্পন।
চন্দ্রপৃষ্ঠে কোন শব্দ না শোনা যাবার কারন কি? উঃ বাতাস না থাকা।
প্রতিধ্বনি শোনার নূন্যতম দূরত্ব কত? উঃ ১৬.৬ মিটার বা ৫৪.৫ ফুট।
কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? উঃ কঠিন মাধ্যমে। 

No comments