বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশ বিষয়াবলী
১। ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে গঠিত যুক্তফ্রন্টের দফা ছিলো - ২১ দফাবাংলাদেশের কোন দ্বীপকে চিরশান্তির দ্বীপ বলা হয়-সেন্টমার্টিনকে
বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ভাস্কর্য স্থাপিত হয়েছে - চট্টগ্রামে
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র
বলা হয়-
=হালদা
২।★ কাস্টিং ভোট→ স্পিকারের ভোট।
★ অধ্যাদেশ→ রাষ্ট্রপতি নিজে যে আইন
জারি করেন।
★ সরকারি বিল→ মন্ত্রীরা যে বিল উত্থাপন
করেন।
★ বেসরকারি বিল→ সংসদ সদস্যরা যে বিল উত্থাপন
করেন।
★ ফ্লোর ক্রসিং→ অন্য দলে যোগদান কিংবা নিজ
দলের বিপক্ষে ভোট দান।
৩। উপগ্রহ ভূ কেন্দ্রের সংখ্যা = ৪ টি (বেতবুনিয়া,
তালিয়াবাদ, মহাখালী, ও সিলেট)।।
৪।বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম
আরব দেশ → ইরাক
৫।স্বাধীনতা পুরস্কার প্রথম দেওয়া হয়-১৯৭৭ সালে।
৬।বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয় --
১৯ মার্চ, ১৯৭১২( ২৫ বছর মেয়াদ)
৭। ককবরক কাদের ভাষা-ত্রিপুরাদের।
৮। আচিক কাদের ভাষা-গারোদের
৯। মেথৈ ভাষা কাদের-মনিপুরীদের।
১০। সুগারক্রপ এবং ডাল গবেষণা ইনস্টিটিউট -পাবনার ঈশ্বরদী
১১।জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়
-২০০৮ সালের ৫ ডিসেম্বর।
১২।ভারত কবে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পরে-৪ ডিসেম্বর।
১৩। , এম আর আখতার মুকুল কর্তৃক মুক্তিযুদ্ধ চলাকালীন 'স্বাধীন বাংলা
বেতারকেন্দ্র' থেকে ৮ থেকে ১০ মিনিটের একটি একক কণ্ঠে প্রচারিত চরম পত্রের ভাষা
কোন অন্চলের ছিল ?
= ঢাকাইয়া
১৪।-মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কে রচনা করেন- ফিল্ড মার্শাল জেনারেল স্যাম
মানিকশ। তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন।
১৫। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দী ছিলেন- পাকিস্তানের মিনওয়ালী কারাগারে
১৬।যে বিদেশী সাংবাদিক মুক্তিযুদ্ধের খবর প্রথম প্রচার করেন-সাইমন ড্রিং
১৭।মুজিবনগর সরকার কয় সদস্য বিশিষ্ট ছিল-৬
১৮ ।মুক্তিযুদ্ধের সময় মূলত একদল তরুনদের সমন্বয়ে যে বাহিনী গঠন করা হয়
=ক্রেক প্লাটুন
১৯। কাকন বিবি মারা যান =২১ মার্চ ২০১৮ ( কাকন বিবির আসল নাম - কাঁকাত হেনিনচিতা (
খাসিয়া সম্প্রদায়)
২০।কোন জেলায় চর মানিক ও চর জব্বার অবস্থিত ?
=ভোলা জেলায়।
প্রশ্ন: চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন কোথায় অবস্থিত?
উঃ ভোলা জেলার চরফ্যাশনে।
প্রশ্ন: মুহুরীর চর কোথায় অবস্থিত ?
উঃ ফেনী জেলায়।
পর্যটন স্পট "নীল দিগন্ত" গড়ে তোলা হচ্ছে - বান্দরবানে
দেশের প্রথম পতাকা ভাস্কর্য " পতাকা ৭১ " অবস্থিত - মুন্সীগঞ্জে
২০১৮ সালের UNICEF এর প্রতিবেদন অনুযায়ী বাল্য বিবাহে শীর্ষ দেশ - ভারত, ২য় বাংলাদেশ।
No comments