Breaking News

বাংলাদেশ বিষয়াবলী


বাংলাদেশ বিষয়াবলী 

Image result for ৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী

১। ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে গঠিত যুক্তফ্রন্টের দফা ছিলো - ২১ দফাবাংলাদেশের কোন দ্বীপকে চিরশান্তির দ্বীপ বলা হয়-সেন্টমার্টিনকে
বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ভাস্কর্য স্থাপিত হয়েছে - চট্টগ্রামে

বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়- 
=হালদা
২। কাস্টিং ভোট স্পিকারের ভোট।
অধ্যাদেশ রাষ্ট্রপতি নিজে যে আইন
জারি করেন।
সরকারি বিল মন্ত্রীরা যে বিল উত্থাপন
করেন।
বেসরকারি বিল সংসদ সদস্যরা যে বিল উত্থাপন
করেন।
ফ্লোর ক্রসিং অন্য দলে যোগদান কিংবা নিজ
দলের বিপক্ষে ভোট দান।
৩। উপগ্রহ ভূ কেন্দ্রের সংখ্যা = ৪ টি (বেতবুনিয়া,
তালিয়াবাদ, মহাখালী, ও সিলেট)।।
৪।বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম
আরব দেশ ইরাক
৫।স্বাধীনতা পুরস্কার প্রথম দেওয়া হয়-১৯৭৭ সালে।
৬।বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয় -- ১৯ মার্চ, ১৯৭১২( ২৫ বছর মেয়াদ)


৭। ককবরক কাদের ভাষা-ত্রিপুরাদের।

৮। আচিক কাদের ভাষা-গারোদের
৯। মেথৈ ভাষা কাদের-মনিপুরীদের।
১০। সুগারক্রপ এবং ডাল গবেষণা ইনস্টিটিউট -পাবনার ঈশ্বরদী
১১।জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় -২০০৮ সালের ৫ ডিসেম্বর।
১২।ভারত কবে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পরে-৪ ডিসেম্বর। 
১৩। , এম আর আখতার মুকুল কর্তৃক মুক্তিযুদ্ধ চলাকালীন 'স্বাধীন বাংলা বেতারকেন্দ্র' থেকে ৮ থেকে ১০ মিনিটের একটি একক কণ্ঠে প্রচারিত চরম পত্রের ভাষা কোন অন্চলের ছিল ? 
= ঢাকাইয়া 
১৪।-মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কে রচনা করেন- ফিল্ড মার্শাল জেনারেল স্যাম মানিকশ। তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন।
১৫। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দী ছিলেন- পাকিস্তানের মিনওয়ালী কারাগারে
১৬।যে বিদেশী সাংবাদিক মুক্তিযুদ্ধের খবর প্রথম প্রচার করেন-সাইমন ড্রিং
১৭।মুজিবনগর সরকার কয় সদস্য বিশিষ্ট ছিল-৬
১৮ ।মুক্তিযুদ্ধের সময় মূলত একদল তরুনদের সমন্বয়ে যে বাহিনী গঠন করা হয়
=ক্রেক প্লাটুন
১৯। কাকন বিবি মারা যান =২১ মার্চ ২০১৮ ( কাকন বিবির আসল নাম - কাঁকাত হেনিনচিতা ( খাসিয়া সম্প্রদায়) 
২০।কোন জেলায় চর মানিক ও চর জব্বার অবস্থিত ? 
=ভোলা জেলায়।
প্রশ্ন: চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন কোথায় অবস্থিত? 
উঃ ভোলা জেলার চরফ্যাশনে।
প্রশ্ন: মুহুরীর চর কোথায় অবস্থিত ? 
উঃ ফেনী জেলায়।
পর্যটন স্পট "নীল দিগন্ত" গড়ে তোলা হচ্ছে - বান্দরবানে
দেশের প্রথম পতাকা ভাস্কর্য " পতাকা ৭১ " অবস্থিত - মুন্সীগঞ্জে
২০১৮ সালের UNICEF এর প্রতিবেদন অনুযায়ী বাল্য বিবাহে শীর্ষ দেশ - ভারত, ২য় বাংলাদেশ।



No comments