Breaking News

বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন বিশ্লেষণ


Image result for bcs study

১। ভাষা আন্দোলন ভিক্তিক প্রথম পত্রিকার সম্পাদকের
নাম কী? [১৬,২০ প্রিলি, ২২,২৩ লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

২।কোনটি মৌলিক শব্দ? [১৪ তম বিসিএস প্রিলি]
উত্তরঃ গোলাপ।

৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [ ২৪ তম
বাংলা লিখিত]
উত্তরঃ দীনেশরঞ্জন দাশ।

৪। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের
গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? [২৯ তম বিসিএস,
চবি-০৯, শাবি-১১]
উত্তরঃ লর্ড কার্জন।

৫। কোন জেলায় হাজংদের বসবাস নেই? [২৮ তম বিসিএস]
উত্তরঃ সিলেট।

৬। বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার সংখ্যা
কতটি? [২৩, ২১ তম বিসিএস]
উত্তরঃ ২৭ টি।

৭। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন
গঠনের কথা উল্লেখ আছে? [বিসিএস-৩১, ২২ তম]
উত্তরঃ ১৩৭।

৮। বাংলাদেশ কখন টেস্ট ক্রিকেটের মর্যাদা পায়? [৩০,
২৬ তম বিসিএস]
উত্তরঃ ২০০০ সালে।

৯। IMF এর সদর দফতর কোথায়? [১০ ম বিসিএস]
উত্তরঃ ওয়াসিংটন ডিসি।

১০। ‘গ্রিনপিস’ কবে যাত্রা শুরু করে? [২৬ তম বিসিএস, নন
ক্যাডার জব-১৫]
উত্তরঃ ১৯৭১ সালে।

১১। কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা
পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে
পারে? [৩০, ২৬, ২২, ১৯, ১৫ তম বিসিএস]
উত্তরঃ সমুদ্রের জলস্থর বৃদ্ধি।

১২। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [২১ তম
বিসিএস]
উত্তরঃ ব্রাজিলের রিওডিজেনেরোতে।

১৩। চা পাতায় কোন ভিটামিন থাকে? [২৮ তম বিসিএস]
উত্তরঃ ভিটামিন বি কমপ্লেক্স।

১৫। ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের
হওয়ার সময় সূর্য্ আপনার সমনে ছিল। কিছুক্ষণ পরে আপনি
বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে
ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? [ ২৭ তম মানসিক
দক্ষতা লিখিত]
উত্তরঃ পূর্ব দিকে।

১৬। Who has written the poem “Elegy Written in a Country
Churchyrd”? [৩৬ তম প্রিলি]
Ans: Thomas Gray

১৭। ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১
অক্টোবর কি বার ছিল? [২৯, ৩০ তম লিখিত]
উত্তরঃ বৃহস্পতিবার।

১৮। ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে? [৩৫ তম মা.
দ. লিখিত]
উত্তরঃ ৯

১৯। ০.৪ × ০.০২ ×০.০৮ =? [৩৩ তম মা. দ. লিখিত]
উত্তরঃ০.০০০৬৪

২০। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের
প্রতীক ছিলো কী? [বিসিএস ভাইবা-৩৫ তম]
উত্তরঃ নৌকা।

২১। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
[বিসিএস ভাইবা-৩৫ তম]
উত্তরঃ ম্যাগনাকার্টা।

পিএসসি নন ক্যাডার জবের প্রশ্ন থেকে আসা প্রশ্ন
সমূহঃ

২২। কোনটি বাগধারা? [পিএস সি নন ক্যাডার জব-২০১৪]
উত্তরঃ শিরে সংক্রান্তি

২৩। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? [ নন ক্যাডার
জব-১১,১০,০৭, ০৫, ০৩]
উত্তরঃ মেঘনা।

২৪। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব
মুসলিম দেশ কোনটি? [ নন ক্যাডার জব-২০১৪]
উত্তরঃ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

২৫। বাংলাদেশের কোথায় সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড
করা হয়েছে? [ নন ক্যাডার জব-২০০৪]
উত্তরঃ সিলেটে।

২৬। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত? [ নন ক্যাডার
জব-২০০৯]
উত্তরঃ০/ শূন্য

২৭। গ্রিনহাউজ কী? [ নন ক্যাডার জব-২০১৪]
উত্তরঃ কাচের তৈরি ঘর।

২৮। ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্য বিষয়ক
গ্রন্থের নাম কী? [পিএস সি নন ক্যাডার জব-২০১১]
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা।

২৯। ড. মুহম্মদ শহীদুল্লাহর চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম
কী? [পিএস সি নন ক্যাডার জব-২০১৫]
উত্তরঃ বুদ্ধিস্ট মিস্টিক সংস।

৩০। ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
[পিএস সি নন ক্যাডার জব-২০১০]
উত্তরঃ দীনেশচন্দ্র সেন।

৩১। মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বানবিজ্ঞান বিষয়ক
গ্রন্থের নাম কী? [পিএস সি নন ক্যাডার জব-২০১১]
উত্তরঃ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব।

৩২। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে? [পিএস সি নন
ক্যাডার জব-২০১৩]
উত্তরঃ শামসুর রহমান।

৩৩। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের
নাম কী? [নন ক্যাডার জব- ২০১৪]
উত্তরঃ পেট্রপোল।

৩৪। বাংলাদেশে সরকারি ই.পি.জেড (EPZ) কয়টি?
[জাবি-২০১২, নন ক্যাডার জব-০৬]
উত্তরঃ ৮ টি।

৩৫। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন
দেশ? [পিএস সি নন ক্যাডার জব-২০১৫]
উত্তরঃ চীন।

৩৬। I saw …… one-eyed man when I was walking on the road.
[পিএসসি নন ক্যাডার জব-’১৩]
Ans: a

৩৭। It’s raining cats and dogs, so--? [পিএসসি নন ক্যাডার
জব-’১৫]
Ans: make sure you take an umbrella

৩৮। …………. is Shakespeare’s last play. [নন ক্যাডার জব-’০৬,
খুবি-১০]
Ans: Tempest

৩৯। World Development Report প্রকাশ করে কোন সংস্থা?
[পিএস সি নন ক্যাডার জব-২০১২]
উত্তরঃ বিশ্ব ব্যাংক।

৪০। 13 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর
দৈর্ঘ্য 24 সে. মি. হলে, কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্ব
দূরত্ব কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’১২]
উত্তরঃ 5 সে. মি।

ব্যাংকের প্রশ্ন থেকে আসা প্রশ্নসমূহঃ

৪১। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে
কোন ব্যাংক? [যমুনা ব্যাংক ২০১২]
উত্তরঃ ডাচ-বাংলা ব্যাংক।

৪২। কম্পিউটার সিপিইউ (CPU) এর কোন অংশ গাণিতিক
সিদ্ধান্ত গ্রহনের কাজ করে? [অগ্রণী ব্যাংক-১০, ডাচ
বাংলা ব্যাংক-১২, স্টান্ডার্ড ব্যাং-১৩]
উত্তরঃ এ. এল. ইউ. (ALU)

৪৩। IP-V6 এড্রেস কত বিটের? [পুবালী ব্যাংক ২০১৪]
উত্তরঃ ১২৮ বিটের।

৪৪। কোনটি ইনপুট ডিভাইস? [ডাচ বাংলা ব্যাংক-০৪]
উত্তরঃ OMR

৪৫। ইউনিকোডের মাধ্যমে কতগুলো চিহ্নকে নিদ্রিষ্ট
করা যায়? [বাংলাদেশ ব্যাংক-১৫]
উত্তরঃ ৬৫৫৩৬ টি।

৪৬। “The Sun Also Rises” is a novel written by….? [সোনালী
ব্যাংক ২০১০]
Ans: Earnest Hemingway

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে আসা
প্রশ্নসমূহঃ

৪৭। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে
স্মরণ করেছেন কেন? [জাবি-০৮, রাবি-০৪]
উত্তরঃ প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী মুসলিম
যোদ্ধা ছিলেন বলে।

৪৮। বর্গের কোন বর্ণসমূহ মহাপ্রাণধ্বনি ? [ঢাবি-০৯]
উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ।

৪৯। ‘ঔ’ কোন ধরনের স্বরধনি? [ঢাবি-০৯]
উত্তরঃ যৌগিক।

No comments