Breaking News

একজন পুলিশের এসআই কত টাকা বেতন পান?

বাংলাদেশের সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের কোন গ্রেডের বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা কত তা নিয়ে আমরা সন্ধিহান। জানতে ইচ্ছা করে কোন গ্রেডের কর্মচারী কত বেতন পান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন কর্মকর্তা বা কর্মচারীর বেতন কত?
সার সংক্ষেপ:
  • প্রশ্ন: একজন ডাক্তার বা মেডিকেল অফিসার কত বেতন পান?
  • উত্তর: ৯ম গ্রেডে ২২০০০ টাকায় বেতন শুরু হয় একজন এমবিবিএস পাশ করা ডাক্তারের।
  • প্রশ্ন: একজন পুলিশের এসআই কত টাকা বেতন পান?
  • উত্তর: ১০ম গ্রেডে ১৬০০০ টাকায় বেতন শুরু হয় একজন এইচ.এস.সি পাশ করা ব্যক্তি। 
  • অফিস সহায়ক-২০-৮২৫০-এস.এস.সি বা সমমান পাশ।
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৬-৯৩০০-এইচ.এস.সি বা সমমান পাশ।
  • হিসাব সহকারী-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  • উচ্চমান সহকারী-১৪-১০২০০- স্নাতক বা সমমান।
  • হিসাব রক্ষক-১৩-১১০০০-স্নাতক বা সমমান।
  • প্রশাসনিক কর্মকর্তা-১০-১৬০০০-স্নাতক বা সমমান পাশ।
  • সহ-সম্পাদক-১২-১১৩০০-স্নাতক বা সমমান।
  • সহকারী বিজনেস ম্যানেজার-১২-১১৩০০- স্নাতক বা সমমান।
  • গুদাম রক্ষক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  • মোটর গাড়ী চালক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  • অডিটর-১১-১২৫০০-স্নাতক বা সমমান পাশ।
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান
  • অনুষ্ঠান সচিব-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান।
  • ক্যাটালগার-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  • কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  • রেডিও টেকনিশিয়ান-১৪-১০২০০-বিজ্ঞানে এইচ.এস.সি বা সমমান।
  • স্টুডিও এক্সিকিউটিভ-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
  • রীগার-১৫-৯৭০০-বিজ্ঞানে এস.এস.সি।
  • টেলিফোন অপারেটর-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
  • ইলেকট্রিশিয়ান-১৬-৯৩০০-এস.এস.সি বা সমমান পাশ।
  • ইক্যুইপমেন্ট এটেনডেন্ট-১৯-৮৫০০-বিজ্ঞানে এস.এস.সি বা সমমান পাশ।
  • প্লাম্বার-২০-৮২৫০-অষ্টম শ্রেনী পাশ।
  • এমএলএসএস-২০-৮২৫০- অষ্টম শ্রেনী পাশ।
  • গার্ড (নিরাপত্তা প্রহরী)-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
  • মালী-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
  • পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার/সুইপার)-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
  • সিপাহি (জিডি)-১৭-৯০০০-এস.এস.সি পাশ।
  • নির্বাহী প্রকৌশলী-৫-৪৩০০০-প্রকৌশলে স্নাতক।
  • সহকারী প্রকৌশলী-৯-২২০০০-প্রকৌশলে স্নাতক।
  • হিসাব রক্ষক-১১-১২৫০০-স্নাতকোত্তর বা সমমান।
  • ফটোকপি অপারেটর-১৯-৮৫০০-মাধ্যমিক স্কুল পাশ বা সমমান।
  • সার্ভেয়ার-১৫-৯৭০০-মাধ্যমিক স্কুল পাশ সার্ভে ডিপ্লোমাসহ
  • উপ-সহকারী প্রকৌশলী-১০-১৬০০০-প্রকৌশলে ডিপ্লোমা
  • পিএ-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  • ডাটা এন্ট্রি অপারেটর-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
  • বাস/ট্রাক চালক-১৬-৯৩০০-অষ্টম শ্রেনী পাশ।
  • সেকশন অফিসার-৯-২২০০০-স্নাতকোত্তর পাশ।
  • সহকারী মৌলভী-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
  • লাইব্রেরিয়ান-৯-২২০০০- ডিপ্লোমা পাশ।
  • ইউনিয়ন পরিষদ সচিব-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  • মেশিন অপারেটর-১৮-৮৮০০-মাধ্যমিক স্কুল পাশ।
  • প্রভাষক-৯-২২০০০-স্নাতকোত্তর পাশ।
  • ল্যাব সহকারী-১৩-১১০০০-এইচ.এস.সি পাশ।
  • বাবুর্চি-১৯-৮২৫০-এস.এস.সি পাশ।
  • হিসাব রক্ষণ কর্মকর্তা-৯-২২০০০-স্নাতক বা সমমান।
  • বিসিএস ক্যাডার যোগদান-৯-২২০০০-স্নাতক বা সমমান পাশ।
  • মেডিকেল অফিসার-৯-২২০০০-এমবিবিএস পাশ।
  • সহকারী সচিব-১০-১৬০০০-স্নাতক বা সমমান পাশ।
  • অগ্নি নির্বাপক মোটর চালক-১৪-১০২০০-মাধ্যমিক স্কুল পাশ।
  • নার্স (মিডওয়াইফ)-১২-১১৩০০-নার্সিং এ ডিপ্লোমা।
  • হাউজকিপার-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
  • লাইব্রেরি সহকারী-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক পাশ।
  • বৈজ্ঞানিক কর্মকর্তা-৯-২২০০০-বিজ্ঞানে স্নাতক।
  • আইন কর্মকর্তা-৯-২২০০০-আইনে স্নাতক বা সমমান।
  • প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-১৪-১০২০০-স্নাতক বা সমমান সহ বিএ/বিএড
  • এমপিও ভূক্ত সহকারী প্রধান শিক্ষক-৯-২২০০০-স্নাতক বা সমমান
  • প্রধান প্রকৌশলী-৩-৫৬৫০০-প্রকৌশলে স্নাতক বা সমমান।
  • পুলিশের এস.আই-১০-১৬০০০-স্নাতক পাশ।
  • পরিবার কল্যাণ পরিদর্শিকা-১৪-১০২০০-২৪৬৮০

No comments