প্রিলির প্রস্তুতির জন্য ♦সাধারন জ্ঞান ♦
১। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর আয়তন =৩৬২.১৮ বর্গ কি.মি.
২। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ =৯৫-৯৯%।
৩। সাঙ্গু গ্যাসক্ষেত্রটি যে জেলায় অবস্থিত =চট্টগ্রাম
৪। বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক = মোনায়েম সরকার
৫। সাতছড়ি জাতীয় উদ্যান যে জেলায় অবস্থিত =হবিগঞ্জ
৬। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা সংক্রান্ত পুস্তিকাটির নাম = ছয়দফা: আমাদের বাঁচার দাবি
৭। আগরতলা মামলা প্রত্যাহার করা হয়
= ২২ ফ্রেব্রুয়ারি, ১৯৬৯ সালে
৮। অস্কার পুরস্কারের অপর নাম =একাডেমি পুরস্কার
৯। এনটোমোলজি যে বিষয়ের অধ্যয়ন =পোকা
১০। জাগ্রত চৌরাঙ্গি ভাষ্কর্যের স্থপতি = আব্দুর রাজ্জাক
১১। আবু গারিব যে দেশের কারাগার = ইরাক
১২। মালদ্বীপ যে মহাসাগরে অবস্থিত
=ভারত মহাসাগরে
১৩। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা =১৫ জন
১৪। পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ যে দেশে অবস্থিত =সুইজারল্যান্ডে
১৫। সমুদ্র আইন অনুসারে রাষ্ট্রীয় সমুদ্রসীমা
= ১২ নটিক্যাল মাইল
১৬। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়
= ২৬ জুন
১৭। পরিবেশের সাথে খাপ খাইয়ে চলাকে বলে
= অভিযোজন
১৮। মতামত প্রকাশের অধিকার যে ধরনের অধিকার
= সামাজিক অধিকার
১৯। স্নায়ুকোষের অপর নাম = নিউরোন
২০। গন্ডোয়ানাল্যান্ড যে স্থানের পুরাতন নাম
= দিনাজপুর
No comments