Breaking News

সাধারণ জ্ঞান বাংলাদেশ ও বিশ্ব

#বাংলাদেশ বিষয়াবলী
০১. করোনাভাইরাসের নমুনা সংগ্রহে দেশের কোন সরকারি প্রতিষ্ঠান কিট তৈরি করেছে?
উত্তরঃ Designated Reference Institute for Chemical Measurements (DRiCM).
## এটি Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।
০২. Bangladesh Road Transport Authority (BRTA) এর বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের নাম কী?
উত্তরঃ ইউসুফ আলী মোল্লা।
## বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) এর বর্তমান চেয়ারম্যান – কমোডর গোলাম সাদেক।
০৩. শিল্পাচার্য জয়নুল আবেদিন কবে মারা যান?
উত্তরঃ ২৮ মে, ১৯৭৬.
## জন্ম – ২৯ ডিসেম্বর, ১৯১৪.
০৪. ‘শান্তিনিকেতনের দিনগুলি’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ সনজীদা খাতুন।
## তাঁর পিতা – কাজী মোতাহার হোসেন।
০৫. বাংলাদেশের বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নাম কী?
উত্তরঃ ফরহাদ হোসেন।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বর্তমানে লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নাম কী?
উত্তরঃ Government of National Accord (GNA).
## সম্প্রতি লিবিয়ার মিজদাহ শহরে ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে।
০২. যুক্তরাষ্ট্রে প্রথম কবে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়?
উত্তরঃ ২১ জানুয়ারি, ২০২০.
## করোনায় প্রথম মৃত্যু – ২৯ ফেব্রুয়ারি, ২০২০.
০৩. শিশুতোষ বই ‘Midnight in the Piazza’ বইটি কার লেখা?
উত্তরঃ টিফানি পার্কস, যুক্তরাষ্ট্র।
## ২০১৮ সালের আলোচিত বই।
০৪. প্রাচীন গ্রিসে চিকিৎসার দেবতা বলা হতো কাকে?
উত্তরঃ অ্যাসেপ্লিয়াস।
০৫. করোনাভাইরাসে নিহতদের স্মরণে স্পেনে কত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ ১০ দিনের।
## সময় – ২৭ মে - ৫ জুন, ২০২০.
০৬. চীনের পার্লামেন্টের নাম কী?
উত্তরঃ National People's Congress (NPC).
## পার্লামেন্ট ভবনের নাম – গ্রেট হল অব দ্য পিপল।
## চীনের বর্তমান প্রধানমন্ত্রী – লি কেকিয়াং।
০৭. মালয়েশিয়ার বর্তমান ক্ষমতাসীন দলের নাম কী?
উত্তরঃ Malaysian United Indigenous Party (MUIP).
## সম্প্রতি দলটির চেয়ারম্যান পদ থেকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে বহিষ্কার করা হয়েছে।
## মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী – মুহিউদ্দিন ইয়াসিন (MUIP এর বর্তমান প্রেসিডেন্ট)।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. করোনাভাইরাস সম্পর্কিত দেশের তথ্য হালনাগাদ করার জন্য বাংলাদেশের সরকারি ওয়েবসাইটের নাম কী?
উত্তরঃ covid19tracker.gov.bd (স্পেস কেটে দিয়ে প্রবেশ করুন)।
০২. কোন ধরনের হ্যাকারকে ‘এথিক্যাল হ্যাকার’ বলা হয়?
উত্তরঃ হোয়াইট হ্যাট হ্যাকার।
## এধরনের হ্যাকারকে মূলত ইতিবাচকভাবে ব্যবহার করা হয়।
## ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার নেতিবাচক হ্যাকিং করে থাকে।
#খেলাধুলা
০১. করোনার কারণে স্থগিত হওয়া ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ ‘প্রিমিয়ার লিগ’ এর ২০১৯-২০ সিজন আবার কবে শুরু হবে?
উত্তরঃ ১৭ জুন, ২০২০.
## লিগ স্থগিত হয় – ১৩ মার্চ, ২০২০.
০২. ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ইয়ান বিশপের তৈরি করা দশক সেরা ক্রিকেট একাদশে বাংলাদেশের কোন ক্রিকেটার স্থান পেয়েছেন?
উত্তরঃ সাকিব আল হাসান।.

No comments