কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
১. গিবারিশ কী?
→ কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে গিবারিশ বলে।
২. বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার কোনটি?
→ Altair-৮৮০০. এইচ. এডওয়ার্ড রবার্টসকে বলা হয় মাইক্রো কম্পিউটারের জনক।
৩. মাইক্রোফিশ কী?
→ মাইক্রোফিশ (Microfiche) হলো ৬ ইঞ্চি X ৪ ইঞ্চি আকারের কার্ড আকৃতির ফিল্ম। একটি মাইক্রোফিশে ২০০ পৃষ্ঠার মতো তথ্যের ফটো রাখা যায়। মাইক্রোফিশকে সহজেই ডাকযোগে এক জায়গা থেকে অন্যত্র পাঠানো যায়।
৪. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কীসের ভিত্তিতে তৈরি?
→ সিলিকন চিপ।
৫. বর্তমানে বাংলাদেশে কোনটিতে MICR (Magnetic Ink Character Reader) Technology ব্যবহৃত হয়?
→ ব্যাংকের চেক বই। উন্নত ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের হিসাব নম্বর, মজুদ টাকার পরিমাণ, সুদের হিসাব ইত্যাদি নিয়ন্ত্রণে কম্পিউটারের সাথে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।.
৬. HWR কী?
→ Hand Writing Reader. মানুষের হাতের লেখা সনাক্ত করার জন্য কম্পিউটারের সাথে এই যন্ত্রটি ব্যবহৃত হয়।
৭. SAM কী?
→ RAM-এর বিপরীত মেমোরি হলো SAM (Serial Access Memory)।
৮. কত সালে খেলাধুলাকে কম্পিউটারের একটি অংশ হিসেবে এনসাইক্লোপিডিয়
াতে সংযুক্ত করা হয়?
→ ২০০৪ সালে।
৯. ADA প্রোগ্রামিং ভাষাটি কে উদ্ভাবন করেন?
→ ADA একটি হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। Jean Ichbiah এবং তাঁর দল ১৯৮০ সালে এই প্রোগ্রামিং ভাষাটি উদ্ভাবন করেন।
১০. পৃথিবীর প্রথম Operating System কোনটি?
→ UNIX
১১. বাংলাদেশের প্রথম বাংলা ফন্ট কোনটি?
→ বিজয়। মোস্তফা জব্বার ১৯৮৮ সালে এই ফন্ট উদ্ভাবন করেন।
১২. বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ 'দোয়েল' কত সালে বাজারে আসে?
→ ২০১১ সালে।
১৩. AIDS, Bye Bye, Bad Boy, CIH, Wanna Cry এগুলো কী?
→ কম্পিউটার ভাইরাস।
১৪. Wanna Cry ভাইরাসের আগমন ঘটে কত তারিখে?
→ ১২ মে, ২০১৭ সালে। হ্যাকাররা এই ভাইরাসের মাধ্যমে কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডেটা ফাইলকে encrypt করে সেগুলোকে decrypt বা উদ্ধারের বিনিময়ে আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীর কাছ থেকে ৩০০ থেকে ৬০০ ডলার পর্যন্ত মুক্তিপণ আদায় করতো। Bitcoin payment system-এর মাধ্যমে উক্ত অর্থ পরিশোধ করতে বলা হতো। সারা বিশ্বে ১৫০টিরও বেশি দেশের ৩ লক্ষেরও বেশি কম্পিউটার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলো। মূলত Microsoft Windows operating system ভিত্তিক কম্পিউটারগুলোই ছিলো এই ভাইরাসের মূল টার্গেট।
১৫. Dr. Solomon's Toolkit কী?
→ একটি এন্টিভাইরাস সফটওয়্যার।
১৬. কোন ভাইরাসকে Mother of All Virus বলা হয়?
→ CIH ভাইরাসকে।
১৭. কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কে?
→ প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন।
১৮. Computer virus-এর আগমন ঘটে কবে?
→ ১৯৫০ সালে।
১৯. কে প্রথম আধুনিক বাইনারি সংখ্যা পদ্ধতি '0 এবং 1' সম্পর্কে ধারণা দেন?
→ সতেরো শতাব্দীতে গটফ্রেইড লিবনিজ তাঁর একটি আর্টিকেলে আধুনিক বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।
২০. কে সর্বপ্রথম ন্যানো টেকনোলজি সম্পর্কে ধারণা দেন?
→ আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফেম্যান ১৯৫৯ সালে সর্বপ্রথম ন্যানো টেকনোলজি সম্পর্কে ধারণা দেন।
২১. Back End কী?
→ যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে Back End বলে। সংরক্ষিত ডেটাবেজকে Back End বলা হয়।
২২. বাংলাদেশে 3G (Third Generation) চালু হয় কত তারিখে?
→ ১৪ অক্টোবর, ২০১২
.
২৩. 4G (Fourth Generation) ব্যবহারকারী দেশগুলোর মধ্যে পৃথিবীর কোন তিনটি দেশ সবচেয়ে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা ব্যবহার করে?
→ সাধারণত 4G-তে ডেটা প্রেরণের হার 100-300 megabits per second পর্যন্ত হতে পারে। কিন্তু সারা পৃথিবীতে 4G-এর average global speed হলো 17.4 megabits per second. ডেটা এনালাইসিস ফার্ম Open Signal-এর ২০১৭ সালের রিপোর্ট অনুসারে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা ব্যবহারকারী ৩টি দেশ হলো:
১. দক্ষিণ কোরিয়া (গতি 37.5 mbps);
২. নরওয়ে (গতি 34.8 mbps);
৩. হাঙ্গেরি (গতি 31 mbps)।
.
২৪. মোবাইল টেলিফোনের ৪র্থ প্রজন্মের উদাহরণ কোনগুলো?
→ WiMax 2, LTE (Long Term Evolution) Advanced ইত্যাদি।
No comments