Breaking News

প্রাণি বিজ্ঞান

মাছের পাখনার কাজ কি? উঃ গতি ও দিক নিয়ন্ত্রণ করে।
কোষে খাদ্য জারিত করে শক্তি উৎপাদন করে থাকে? উঃ মাইট্রোকন্ডিয়া।
কোষের 'জ্বালানি ঘর' কি? উঃ মাইট্রোকন্ডিয়া।
জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করে কে? উঃ নিউক্লিক এসিড। (ডিএনএ, আরএনএ)
কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? উঃ নিউক্লিয়াস।
কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? উঃ পেশী কোষে।
বিপাকীয় বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কি বলে? উঃ রেচন প্রক্রিয়া।
মাকড়সার পা কয়টি? উঃ ৮টি।
মাছির পা কয়টি? উঃ ৬টি।
যৌন ও অযৌন উভয় ধরনের জনন প্রক্রিয়া কিসে দেখা যায়? উঃ হাইড্রায়।
সাদা রক্ত বা বর্ণহীন রক্ত প্রাণী কোনটি? উঃ তেলাপোকা।
মাছের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? উঃ ২টি।
উভয়লিঙ্গ প্রাণী কোনটি? উঃ কেঁচো।
ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? উঃ আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ।
জীবন রক্ষাকারী হরমোন বলা হয় কোনটিকে? উঃ অ্যালডোস্টেরন।
প্রাণীজগতের শ্রেণীবিন্যাস পরিকল্পনা প্রথম কে করেন? উঃ অ্যারিস্টোটল।
কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? উঃ প্লাটিপাস।
বৃহত্তম সামুদ্রিক পাখির নাম কি? উঃ অ্যালবাট্রস।
পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি? উঃ হামিং বার্ড।
Zoology শব্দটি কোন শব্দ থেকে আগত? উঃ গ্রিক।
কর্মী মৌমাছির জীবনকাল কতদিন? উঃ ২১ দিন।
দ্রুতগামী সামুদ্রিক প্রাণী কোনটি? উঃ Sword Fish / তরোয়াল মাছ। ৯৫ কিলোমিটার।
সবচেয়ে বড় মেরুদণ্ডহীন প্রাণী কোনটি? উঃ জায়ান্ট স্কুইড। ২০ মিটার লম্বা।
দুধকে টককারী ব্যাকটেরিয়া দুটির নাম কি? উঃ Leuconostoc ও Streptococcus
দুধকে তিক্ত করে কোন ব্যাকটেরিয়া? উঃ Coliform.
দুধের রং নীল হয় কোন ব্যাকটেরিয়ার জন্য? উঃ Pseudomonas Syncyanea ও Streptococcus Lactis
দুধের রং হলুদকারী ব্যাকটেরিয়ার নাম কি? উঃ Pseudomonas Syncyanea ও Flavobacterium
দুধকে লালকারি অনুজীবটির নাম কি? উঃ Brevibacterium Erthrogenes
কোন জীবের জন্য দুধের বর্ণ বাদামি হয়? উঃ Pseudomonas Putrefaciens
বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার নাম কি? উঃ গোলিয়াথ মাকড়সা।
কোন প্রাণী সবচেয়ে বড় ডিম পারে? উঃ হোয়েল শার্ক।
কোন প্রাণী একই সময়ে সমানভাবে সবদিক দেখতে পায়? উঃ ক্যামেলিয়ন গিরগিটি।
সাপের কামড়ে কোন দেশে বেশি লোক মারা যায়? উঃ শ্রীলংকা।
ফ্লেমিঙ্গো কি? উঃ আফ্রিকার বিরল প্রজাতির মরাল বা রাজহাঁস।
ডেনড্রন কি? উঃ কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখা
ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে কী বলে? উঃ ডেনড্রাইট।
কোন ভিটামিনের অভাবে রড কোষ নষ্ট হয়ে যায়? উঃ ভিটামিন এ।
বিড়াল থেকে কোন রোগ ছড়ায়? উঃ ডিপথেরিয়া।
পানিতে অক্সিজেন সরবরাহকারী জীব কোনটি? উঃ ডায়াটম।
মৌমাছির অনিষিক্ত ডিম থেকে কোন মৌমাছির জন্ম হয়? উঃ পুরুষ মৌমাছি।
রেশম সুতার পুরো অংশ কি দিয়ে তৈরি? উঃ প্রোটিন।
কোন প্রাণীর চারটি পাকস্থলী আছে? উঃ গরু।
প্রজাপতি কি ধরনের খাদ্য গ্রহণ করে? উঃ তরল।
কোন প্রজাতি থেকে প্রবাল উৎপন্ন হয়? উঃ অ্যান্থজোয়া শ্রেণীভূক্ত সামাজিক প্রাণী।
পূর্ণাঙ্গ মৌমাছিকে কি বলে? উঃ ইমাগো।
মাশরুম গ্ল্যান্ড কি? উঃ আরশোলার প্রজননতন্ত্রের একটি অংশ।
সর্বাধিক বিপদজনক ধারালো দাঁত বিশিষ্ট মাছ কোনটি? উঃ পিরানহা।
গন্ডার কোথায় পাওয়া যায়? উঃ ভারতের আসামের জঙ্গলে।
বানরের কয়টি পা আছে? উঃ বানরের কোন পা নেই। সবগুলো হাত।
বানরের কয়টি পা আছে? উঃ বানরের কোন পা নেই। সবগুলো হাত।
হাতির শুঁড়ে কতগুলি মাংসপেশি আছে? উঃ প্রায় 40 হাজার।
মৌমাছির চোখ কয়টি? উঃ ৫ টি।
মাকড়সার চোখ কয়টি? উঃ ৮ টি।
কোন মাছ ইলেকট্রিক শক দেয়? উঃ সামুদ্রিক এক ধরনের ইল মাছ।
সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি? উঃ শিম্পাঞ্জি।
সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি? উঃ চিতাবাঘ। ঘন্টায় ৫০-৭০ মাইল।
উড়ন্ত টিকটিকি কোথায় পাওয়া যায়? উঃ চট্টগ্রামের চিরসবুজ বনে।
কেঁচোর হিমোগ্লোবিন কোথায় থাকে? উঃ রক্তরসে।
ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক হিসেবে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার অর্জন করেন? উঃ রোনাল্ড রস ও ল্যাভেরন।
ডিএনএর মই আকৃতির মডেল প্রদান করেন কোন বিজ্ঞানী? উঃ ওয়াটসন ও ক্রিক।
একটি রানী মৌমাছি কতবার ডিম পাড়ে? উঃ ১০০০ বার।
মাইট্রোকন্ডিয়ার নামকরণ করেন কে ও কবে? উঃ বিজ্ঞানী বেস্তা, ১৮৯৭ খ্রিস্টাব্দে।
কোনটি প্রোটোজোয়া পর্বের প্রাণী? উঃ অ্যামিবা।
কোন প্রকার মাছের দেহে হাড়ের বদলে তরুণাস্থি দিয়ে গঠিত? উঃ হাঙ্গর।
কোনটি ম্যালেরিয়া রোগ ছড়ায়? উঃ স্ত্রী এনোফিলিস মশা।
মাছকে বেঁচে থাকতে সাহায্য করে? উঃ পটকা।
ব্যাঙের হৃদপিন্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? উঃ তিনটি।
টিকটিকি কিরূপ প্রাণী? উঃ সরীসৃপ।
অস্বাভাবিক ধরনের স্তন্যপায়ী প্রাণী কোনটি? উঃ বাদুড়।
কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? উঃ ত্বকের সাহায্যে।
কোন কোষের লেজ থাকে? উঃ শুক্রাণু।
জাইগোট কি? উঃ নিষিক্ত ডিম্বাণু।

No comments