তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে গুরুত্যপূর্ণ প্রশ্ন
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়? উঃ ১৯৯৩ সালে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে? উঃ ১৯৯৬ সালে।
বাংলাদেশে কবে, কোথায় সাইবার ক্যাফে চালু হয়? উঃ ১৯৯৯ সালে, বনানী।
বাংলাদেশে আইটি ভিলেজ কোথায় স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে? উঃ গাজিপুরের কালিয়াকৈর।
ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি? উঃ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি।
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি? উঃ সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় কোথায়? উঃ ব্রিটেনে।
ভারতবর্ষে কখন ডাক টিকেট চালু হয়? উঃ ১৮৭৫ সাল।
বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়? উঃ ২০ জুলাই, ১৯৭১ সাল।
বাংলাদেশের মোট ডাকঘরের সংখ্যা কতটি? উঃ ৯৮৬০ টি।
বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালূ হয়? উঃ ১৬ আগষ্ট, ২০০০।
বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কি? উঃ ইজি-পোস্ট।
বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়? উঃ ০৪ জানুয়ারী, ১৯৯০।
বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়? উঃ ১৯৯২ সালে।
দেশে মোট কয়টি মোবাইল ফোন কোম্পানী সার্ভিস প্রদান করছে? উঃ ৬ টি।
বিটিআরসি কি? উঃ বাংলাদেশ টেলিকম রেগুলারেটরী কমিশন।
দেশে মাল্টিমিটারিং সিস্টেম চালু হয় কবে? উঃ ৩০ জুন, ২০০২।
বাংলাদেশ বেতার কেন্দ্র গুলো কোথায় অবস্থিত? উঃ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া, রংপুর, কুমিল্লা,
রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, বরিশাল, যশোর ও কক্সবাজার।
বাংলাদেশ বেতার থেকে কোন কোন ভাষায় অনুষ্ঠান সমপ্রচার করা হয়? উঃ বাংলা, ইংরেজি, র্উদু, হিন্দী, আরবী ও নেপালী।
বাংলদেশ বেতারের সদর দপ্তর কোথায়? উঃ ঢাকার আগারগাঁওয়ে।
স্বধীনবাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছেল? উঃ চট্টগ্রামের কালুরঘাট।
রেডিও পাকিস্তানের নাম কবে ঢাকা বেতার কেন্দ্র রাখা হয়? উঃ ০৪ মার্চ, ১৯৭১।
জাতীয় সংসদে কবে বেতার-টিভির স্বায়ত্বশাসন বিল পাস হয়? উঃ ১২ জুলাই, ২০০১।
বেসরকারী রেডিও স্টেশনের নাম কি? উঃ রেডিও মেট্রোওয়েভ।
বর্তমানে কয়টি বেসরকারী এফএম রেডিও স্টেশন চালু আছে? উঃ ৪টি (রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও এবিসি ও রেডিও আমার)
কবে প্রথম বাংলাদেশে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়? উঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সাল।
কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়? উঃ ১ ডিসেম্বর, ১৯৮০।
ঢাকার রামপুরায় কবে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়? উঃ ১৯৭৫ সাল।
বাংলাদেশ টেলিভিশনের পূর্নাঙ্গ কেন্দ্র কতটি? উঃ ০২ টি।
চট্টগ্রাম পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্রটি স্থাপন করা হয়? উঃ ১৯ ডিসেম্বর, ১৯৯৬ সাল।
বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি? উঃ ১৪ টি।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি? উঃ একতলা দোতলা, ফেব্রুয়ারী, ১৯৬৫।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে? উঃ ফেরদৌসী রহমান।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কি? উঃ ৫০ মিনিটের ইংরেজি সিনেমা।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংবাদ পাঠক কে? উঃ হুমায়ুন চৌধুরী।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম ইংরেজি সংবাদ পাঠক কে? উঃ আলম রশীদ।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান পরিচালক কে? উঃ কলিম শরাফী।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কি? উঃ ত্রিরত্ন, ১৯৬৬।
বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান গৃহীত হয়? উঃ ১৯৯৪ সালে।
দেশের প্রথম বেসরকারী টেলিভিশনের নাম কি? উঃ একুশে টেলিভিশন।
একুশে টেলিভিশন চালু হয়? উঃ ৮ মার্চ, ১৯৯৮।
একুশে টেলিভিশন বন্ধ হয়ে যায়? উঃ ২৯ আগষ্ট, ২০০২।
একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কে ছিলেন? উঃ সাইমন ড্রিং।
বাংলাদেশ টেলিভিশন কবে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট সম্প্রচার শুরু করে? উঃ ১১ এপ্রিল, ২০০৪।
বাংলাদেশে কখন থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়? উঃ ২৭ এপ্রিল, ১৯৯২।
বাংলাদেশে ভু-উপগ্রহ কেন্দ্র কয়টি? উঃ ৪ টি। বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট।
বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত? উঃ রাঙ্গামাটি।
তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? উঃ গাজিপুর।
বাংলাদেশে কতটি আবহাওয়া কেন্দ্র আছে? উঃ ০৩ টি।
বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকার নাম কি? উঃ আইটি.কম।
বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি? উঃ বিডিনিউজ২৪.কম
জাতীয় সংবাদ সংস্থার নাম কি? উঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠিত হয়? উঃ ১৯৭২ সালে।
No comments