পাকিস্তান আমল (১৯৪৭-৭১) সম্পর্কে গুরুত্যপূর্ণ প্রশ্ন
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উঃ লিয়াকত আলী খান।
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? উঃ ইস্কান্দার মির্জা।
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উঃ মুহম্মদ আলী জিন্নাহ।
পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী কে হন? উঃ খাজা নাজিমউদ্দিন।
পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? উঃ করাচিতে।
পাকিস্তানে গন পরিষদের প্রথম অধিবেশন কবে বসে? উঃ ২৩ ফেব্রুয়ারী ১৯৪৮।
বাংলাদেশ কতবছর পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল? উঃ ২৪ বৎসর।
বাংলাদেশ আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়? উঃ ২৩ জুন, ১৯৪৯ সালে।
আওয়ামী লীগের প্রথম সভাপতি কে হন? উঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।
আইয়ুব খানের সহচর ও পূর্ব পাকিস্তানে দীর্ঘকালীন গর্ভনর কে ছিলেন? উঃ মোনায়েম খান
নূরুল আমিনের মুখ্যমন্ত্রীর মেয়াদকাল কত? উঃ ১৪ সেপ্টেম্বর, ১৯৪৮ থেকে মার্চ, ১৯৫৪।
যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? উঃ ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর|
যুক্তফ্রন্ট মন্ত্রীসভা কবে কার নেতৃত্বে গঠিত হয়? উঃ ০২ এপ্রিল, ১৯৫৪। এ. কে. ফজলুল হকের।
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষনা করা হয় কবে? উঃ ৩০ মে ১৯৫৪।
এ,কে, ফজলুল হকের পর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন কে? উঃ আবু হোসেন সরকার।
আতাউর রহমান কবে মুখ্যমন্ত্রী হন? উঃ ০৬ সেপ্টেম্বর, ১৯৫৬।
কবে পাকিস্তান গণ পরিষদ বাতিল করা হয়? উঃ ২৪ অক্টোবর ১৯৫৪।
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে গ্রহীত হয়? উঃ ২৯ ফেব্রুয়ারী, ১৯৫৬।
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে কার্যকর হয়? উঃ ২৩ মার্চ ১৯৫৬।
পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয়? উঃ ২৩ মার্চ ১৯৫৬।
শহীদ সোহওয়ার্দি কবে পকিস্তানের প্রধানমন্ত্রি হন? উঃ ১২ সেপ্টেম্বর, ১৯৫৬।
মালিক ফিরোজ খান নুন কবে প্রধানমন্ত্রি হন? উঃ ১৬ ডিসেম্বর, ১৯৫৭ সালে।
পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়? উঃ ঢাকায়।
গভর্নর এ, কে ফজলুল হক কবে আতাউর রহমান মন্ত্রিসভা বরখাস্ত করেন? উঃ ৩১ মার্চ, ১৯৫৮।
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রের কে, কবে বাতিল করেন? উঃ ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮।
পাকিস্তানে প্রথম কে কবে সামরিক আইন জারী করে? উঃ ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮।
আইয়ুব খান কবে ইস্কান্দার মির্জার স্থলাভিসিক্ত হন? উঃ ২৭ অক্টোবর ১৯৫৮।
মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুর খান প্রেসিডেন্ট নির্বাচিত হন? উঃ ফেব্রুয়ারী, ১৯৬০ সালে।
১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের গর্ভনর কে ছিলেন? উঃ জেনারেল আযম খান।
পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষনা দেন কে, কবে? উঃ প্রেসিডেন্ট আইয়ুব খান, মার্চ ,১৯৬২।
১৯৫৪ সালের পরে কবে প্রাদেশিক নির্বাচন হয়? উঃ ৭ মে, ১৯৬২।
১৯৬২ সালের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পীকার কে ছিলেন? উঃ আবদুল হামিদ চৌধুরী।
১৯৬২ সালের পর কবে প্রাদেশিক নির্বাচন হয়? উঃ ১৬ মে, ১৯৬৫।
কোন নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিপক্ষে ফাতেমা জিন্নাহ দাড়িয়ে ছিলেন? উঃ ১৯৬৫ সালের জানুয়ারী মাসের রাষ্ট্রপতি নির্বাচনে।
প্রথম পাক-ভারত যুদ্ধ কবে শুরু হয়? উঃ ৬ ই সেপ্টেম্বর, ১৯৬৫।
প্রথম পাক- ভারতের যুদ্ধ কারণ কি? উঃ পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা।
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? উঃ ইস্কান্দার মির্জা।
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উঃ মুহম্মদ আলী জিন্নাহ।
পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী কে হন? উঃ খাজা নাজিমউদ্দিন।
পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? উঃ করাচিতে।
পাকিস্তানে গন পরিষদের প্রথম অধিবেশন কবে বসে? উঃ ২৩ ফেব্রুয়ারী ১৯৪৮।
বাংলাদেশ কতবছর পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল? উঃ ২৪ বৎসর।
বাংলাদেশ আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়? উঃ ২৩ জুন, ১৯৪৯ সালে।
আওয়ামী লীগের প্রথম সভাপতি কে হন? উঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।
আইয়ুব খানের সহচর ও পূর্ব পাকিস্তানে দীর্ঘকালীন গর্ভনর কে ছিলেন? উঃ মোনায়েম খান
নূরুল আমিনের মুখ্যমন্ত্রীর মেয়াদকাল কত? উঃ ১৪ সেপ্টেম্বর, ১৯৪৮ থেকে মার্চ, ১৯৫৪।
যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? উঃ ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর|
যুক্তফ্রন্ট মন্ত্রীসভা কবে কার নেতৃত্বে গঠিত হয়? উঃ ০২ এপ্রিল, ১৯৫৪। এ. কে. ফজলুল হকের।
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষনা করা হয় কবে? উঃ ৩০ মে ১৯৫৪।
এ,কে, ফজলুল হকের পর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন কে? উঃ আবু হোসেন সরকার।
আতাউর রহমান কবে মুখ্যমন্ত্রী হন? উঃ ০৬ সেপ্টেম্বর, ১৯৫৬।
কবে পাকিস্তান গণ পরিষদ বাতিল করা হয়? উঃ ২৪ অক্টোবর ১৯৫৪।
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে গ্রহীত হয়? উঃ ২৯ ফেব্রুয়ারী, ১৯৫৬।
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে কার্যকর হয়? উঃ ২৩ মার্চ ১৯৫৬।
পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয়? উঃ ২৩ মার্চ ১৯৫৬।
শহীদ সোহওয়ার্দি কবে পকিস্তানের প্রধানমন্ত্রি হন? উঃ ১২ সেপ্টেম্বর, ১৯৫৬।
মালিক ফিরোজ খান নুন কবে প্রধানমন্ত্রি হন? উঃ ১৬ ডিসেম্বর, ১৯৫৭ সালে।
পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়? উঃ ঢাকায়।
গভর্নর এ, কে ফজলুল হক কবে আতাউর রহমান মন্ত্রিসভা বরখাস্ত করেন? উঃ ৩১ মার্চ, ১৯৫৮।
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রের কে, কবে বাতিল করেন? উঃ ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮।
পাকিস্তানে প্রথম কে কবে সামরিক আইন জারী করে? উঃ ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮।
আইয়ুব খান কবে ইস্কান্দার মির্জার স্থলাভিসিক্ত হন? উঃ ২৭ অক্টোবর ১৯৫৮।
মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুর খান প্রেসিডেন্ট নির্বাচিত হন? উঃ ফেব্রুয়ারী, ১৯৬০ সালে।
১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের গর্ভনর কে ছিলেন? উঃ জেনারেল আযম খান।
পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষনা দেন কে, কবে? উঃ প্রেসিডেন্ট আইয়ুব খান, মার্চ ,১৯৬২।
১৯৫৪ সালের পরে কবে প্রাদেশিক নির্বাচন হয়? উঃ ৭ মে, ১৯৬২।
১৯৬২ সালের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পীকার কে ছিলেন? উঃ আবদুল হামিদ চৌধুরী।
১৯৬২ সালের পর কবে প্রাদেশিক নির্বাচন হয়? উঃ ১৬ মে, ১৯৬৫।
কোন নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিপক্ষে ফাতেমা জিন্নাহ দাড়িয়ে ছিলেন? উঃ ১৯৬৫ সালের জানুয়ারী মাসের রাষ্ট্রপতি নির্বাচনে।
প্রথম পাক-ভারত যুদ্ধ কবে শুরু হয়? উঃ ৬ ই সেপ্টেম্বর, ১৯৬৫।
প্রথম পাক- ভারতের যুদ্ধ কারণ কি? উঃ পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা।
No comments