বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কিত গুরুত্যপূর্ণ প্রশ্ন
বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
বাংলা গদ্যের জনক কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে? উঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা ভাষার আদি কবি? উঃ কানা হরিদত্ত।
বাংলা গদ্যর উৎপত্তি কখন? উঃ আঠার শতকে।
কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন? উঃ উনিশ শতকের শেষার্ধে।
বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ? উঃ আধুনিক যুগের।
মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি? উঃ পদ্মাবতী ও অন্নদামঙ্গল।
চন্ডীদাস কোন যুগের কবি? উঃ মধ্যযুগের।
আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত? উঃ টপ্পাগান।
টপ্পা গানের জনক কে? উঃ নিধুবাবু (রামনিধি গুপ্ত)।
কখন মীর মোশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন? উঃ উনিশ শতকের শেষার্ধে।
বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি? উঃ বিহারীলাল চক্রবর্তী।
বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি? উঃ শ্রীকৃষ্ণ কীর্তন।
শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন? উঃ বড়ু চন্ডীদাস।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন? উঃ চৈতন্যপূর্ব যুগ।
বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? উঃ বসন্তরঞ্জন রায়, ১৯০৯।
উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? উঃ আলালের ঘরের দুলাল।
‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে? উঃ প্যারীচাদ মিত্র।
বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে? উঃ প্রমথ চৌধুরী।
ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুনটি প্রধান? উঃ নাটকীয়তা ।
বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি? উঃ কুলীনকুল সর্বস্ব।
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে? উঃ ভদ্রার্জুন, তারাচরণ সিকদার।
বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? উঃ কৃষ্ণকুমারী।
বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি? উঃ ‘কথোপকথন’।
বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক? উঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ? উঃ ইউসূফ- জুলেখা।
মঙ্গলকাব্যর ধারার অন্যতম কবি? উঃ মুকুন্দরাম চক্রবর্তী।
বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
‘কথোপকথন’ এর রচয়িতা কে? উঃ উইলিয়াম কেরি।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? উঃ নীল দর্পণ।
কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন? উঃ ভাই গিরিশচন্দ্র সেন।
বাংলা সনেটের জনক কে? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
সনেটের জনক কে? উঃ ইটালীর পেত্রাক।
‘গাজীকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য? উঃ পুঁথি সাহিত্য।
বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে? উঃ আশরাফ সিদ্দিকী।
রূপকথা কে সংগ্রহ করেছিলেন? উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা? উঃ তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল? উঃ ৬৫০-১২০০ সাল পর্যন্তু।
মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল? উঃ ১২০১-১৮০০ সাল পর্যন্তু।
No comments