বাংলা সাহিত্যে আলোচিত সাহিত্য ও স্রষ্টা সম্পর্কিত গুরুত্যপূর্ণ প্রশ্ন
হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যর নাম কি? উঃ বৃত্রসংহার।
লালন ফকির নাটকের নাট্যকার কে? উঃ কল্যান মিত্র।
সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার কে? উঃ গিরিশ চন্দ্র।
অশ্রুমালা কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ কায়কোবাদ।
অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
অপরাজিতা গ্রন্থটির লেখক কে? উঃ বিভুতিভূষন।
আত্মঘাতি বাঙ্গালী এর রচয়িতা কে? উঃ নীরদ চন্দ্র চৌধুরী।
অনল প্রবাহ ও রায় নন্দিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ ইসমাইল হোসেন সিরাজী।
আবদুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন? উঃ কাজী ইমদাদুল হক।
আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা কে? উঃ জীবনানন্দ দাশ।
আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা কে? উঃ সৈয়দ আলী আহসান।
আনন্দ মঠ ও দেবী চৌধুরানী গ্রন্থ দুটির রচয়িতা কে? উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
আমি বিজয় দেখিছি গ্রন্থের রচয়িতা কে? উঃ এম, আর, আখতার মুকুল।
আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা কে? উঃ প্যারীচাঁদ মিত্র।
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা কে? উঃ আবুল মনসুর আহমেদ।
আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অর্ন্তভুক্ত? উঃ দুর্দিনের যাত্রী।
আগুন নিয়ে খেলা গ্রন্থটির রচয়িতা? উঃ অন্নদাশঙ্কর রায়।
আমলার মামলা গ্রন্থটির রচয়িতা? উঃ শওকত ওসমান।
আলাওলের শ্রেষ্ঠ কীর্র্তি কি? উঃ পদ্মাবতী।
আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উঃ দিলরুবা।
আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচিয়তা কে? উঃ কামিনী রায়।
আবোল তাবোল কার রচনা? উঃ সুকুমার রায়।
আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উঃ রাত্রি শেষ।
আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি? উঃ অরণ্য নীলিমা।
নোলক কবিতা আল মাহমুদের কোন গ্রন্থের অর্ন্তগত? উঃ লোক লোকান্তর।
আকাঙ্খিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ ফজল শাহাবুদ্দীন।
আমি কিংবদন্তীর কথা বলাছি কাব্যগ্রন্থের রচিয়তা কে? উঃ আবু জাফর উবায়দুল্লাহ।
ইস্তাম্বুল যাত্রীর পত্র এর রচিয়তা কে? উঃ ইব্রাহিম খাঁ।
ঈশ্বর পাটনী চরিত্রের স্রষ্টা কে? উঃ ভারতচন্দ্র রায়গুনকর (অন্নদামঙ্গল)।
ইউসূফ-জুলেখা কাব্যের রচিয়তা কে? উঃ শাহ মুহাম্মদ সগীর।
No comments