মর্সিয়া সাহিত্য সম্পর্কিত গুরুত্যপূর্ণ প্রশ্ন
মর্সিয়া সাহিত্য কি? উঃ এক ধরনের শোককাব্য।
মর্সিয়া কথাটি এসেছে কোন ভাষা থেকে? এর অর্থ কি? উঃ আরবী ভাষা থেকে; এর অর্থ শোক প্রকাশ করা।
কোন মতবাদ প্রসারের ফলে মর্সিয়া সাহিত্য সৃষ্টির অনুকুল হয়েছে? উঃ শিয়া মতবাদ।
কাশিমের লড়াই মার্সিয়া কাব্যের রচয়িতা কে? উঃ অষ্টাদশ শতকের কবি শেরবাজ।
বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি কে এবং তাঁর কাব্যের নাম কি? উঃ শেখ ফয়জুল্লাহ, জয়নবের চৌতিশা।
মর্সিয়া সাহিত্য ধারার অন্যতম হিন্দু কবি কে এবং তাঁর কাব্যের নাম কি? উঃ রাঁধাচরণ গোপ, ইমামগণের কেচ্ছা ও আফৎনামা।
Post Comment
No comments