প্রাক সুলতানী আমল -পাল বংশ
পাল বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ গোপাল।
গোপালের রাজত্বকাল কত ছিল? উঃ ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।
পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন? উঃ প্রায় চারশ বছর।
পাল রাজারা কোন ধর্মালম্বী ছিলেন? উঃ বৌদ্ধ।
বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? উঃ পাল বংশ।
পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? উঃ ধর্মপাল।
গোপালের পরে কে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন? উঃ ধর্মপাল।
ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে কোন মন্দির স্থাপন করেন? উঃ ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার,
পাহাড়পুরের সোমপর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি।
ধর্মপালের রাজত্বকাল কত ছিল? উঃ ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্ত ৪০ বছর।
নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ -এর প্রতিষ্ঠাতা কে? উঃ ধর্মপাল।
লৌসেন (Lausen) কে? উঃ রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি।
‘উদীয়মান প্রতিপত্তির যুগ’ বলা হয় কার শাসনামলকে? উঃ দেবপালের।
কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে ? উঃ ১১২৪ খ্রিষ্ঠাব্দে।
Post Comment
No comments