Breaking News

Genenral knowledge

প্রশ্নঃ পৃথিবীর উপগ্রহ কয়টি ?
উঃ। ১টি, চাদঁ
প্রশ্নঃ পৃথিবীর আয়তন কত?
উঃ প্রায় ৫১,০১,০০,৫০০ বর্গ
কিলোমিটার।
প্রশ্নঃ পৃথিবীর পরিধি কত?
উঃ প্রায় ৪০,২৩৪ কি.মি. বা ২৫,০০০
মাইল।
প্রশ্নঃ পৃথিবীর ব্যাস কত?
উঃ প্রায় ১২,৭৬৫ কি.মি.।
প্রশ্নঃ পৃথিবীর ব্যাসার্ধ কত?
উঃ প্রায় ৬,৪৩৬ কি.মি.।
প্রশ্নঃ পৃথিবীর স্থলভাগের আয়তন কত?
উঃ ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কি.মি. (মোট
আয়তনের ২৯ ভাগ)।
প্রশ্নঃ পৃথিবীর জলভাগের আয়তন কত?
উঃ ৩৬,১১,৪৮,২০০ বর্গ কি.মি. (মোট
আয়তনের ৭১ ভাগ)।
প্রশ্নঃ সূর্যকে প্রদক্ষিণ করতে
পৃথিবীর কত সময় লাগে?
উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭
সেকেন্ড।
প্রশ্নঃ পৃথিবীর নিজ অক্ষের উপর
একবার আবর্তন করতে কত সময় লাগে?
উঃ ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
প্রশ্নঃ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব
কত?
উঃ ১৪,৯৫,০০,০০০ কি.মি.।
প্রশ্নঃ পৃথিবী থেকে চাঁদের গড়
দূরক্ব কত?
উঃ ৩,৮৪,৪০০ কি.মি.।
প্রশ্নঃ পৃথিবীতে কয়টি মহাদেশ
রয়েছে ও কী কী?
উঃ ৭ টি। যথাঃ এশিয়া, ইউরোপ,
আফ্রিকা,
উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা,
অস্ট্রেলিয়া ও অ্যান্টাকর্টিকা
মহাদেশ।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশ
কোনটি?এর আয়তন কত?
উঃ এশিয়া মহাদেশ। আয়তন
৪,৪৪,৯৩,০০০বর্গ কি.মি.।
প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ
কোনটি?
উঃ অস্ট্রেলিয়া মহাদেশ।
প্রশ্নঃ আয়তনে পৃথিবীর বড় দেশ
কোনটি?
উঃ রাশিয়া।
প্রশ্নঃ আয়তনে পৃথিবীর ছোট দেশ
কোনটি?
উঃ ভ্যাটিকান।
প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ
কোনটি?
উঃ চীন।
প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর ছোট
দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান।
প্রশ্নঃ পৃথিবীতে মোট রাষ্ট্র
সংখ্যা কত?
উঃ ২৩৩ টি।
প্রশ্নঃ পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের
সংখ্যা কত?
উঃ ২০৩ টি।
প্রশ্নঃ পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের
সংখ্যা কত?
উঃ ১৯৫ টি।
প্রশ্নঃ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত
পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ১৯৩ টি।
প্রশ্নঃ পৃথিবীতে গণতান্ত্রিক দেশ
কতটি?
উঃ ১২২ টি।
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে উত্তরের
নগরী কোনটি?
উঃ হ্যামারফাস্ট (নরওয়ে)।
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দক্ষিণের
নগরী কোনটি?
উঃ পুয়োটো উইলিয়াম (চিলি)।
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র
কোনটি?
উঃ চিলি।

No comments