Breaking News

বিসিএস প্রিলি প্রস্তুতি দূর্যোগ ব্যবস্থাপনা


.
১।দূর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কতটি?
= ৩টি
২।দূর্যোগ ব্যবস্থাপনার মূখ্য উপাদান কতটি?
= ৩টি( প্রতিরোধ , প্রশমন , পূর্ব প্রস্তুতি)
৩।দূর্যোগ ব্যবস্থাপনা চক্রের উপাদান কতটি?
= ৬টি (প্রতিরোধ , প্রশমন , পূর্ব প্রস্তুতি , সাড়াদান, পুনুরুদ্ধার, উন্নয়ন)
৪।বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি নির্মাণ , নদী খনন প্রভৃতি দূর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরের ?
= দুর্যোগ প্রতিরোধ
৫।দূর্যোগ ব্যবস্থাপনার কোন স্তর সবচেয়ে ব্যয়বহুল ?
= দুর্যোগ প্রতিরোধ
৬।দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও পূর্বপ্রস্তুতিকে কী বলে ?
= দুর্যোগ প্রশমন
৭।ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম দূর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরে নেয়া হয় ?
= সাড়াদান
৮।বাংলাদেশের কতটি নদীতে ভাঙ্গন দেখা যায়?
= ১০০ টি উপজেলার ৪০টি নদীতে ।
৯।নদী ভাঙ্গনের ফলে বাংলাদেশের কী পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়?
= ১.৫ মিলিয়ন । প্রতি বছর ক্ষতি ২০০ কোটি টাকা । ৮৭০০০ হেক্টর জমি নি:শেষ হয়।
১০।বাংলাদেশে সুনামি " কবে হয়?
= ১৭৬২ সালে
১১।ট্রেনে বা গাড়ির ভিতর থাকাকালীন সময়ে যদি ভূমিকম্প হয় তাহলে কী করতে হবে?
= ধাতব বস্তু বাদে কোন জিনিস শক্ত করে ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে
১২।১৯৯৩ সালে বাংলাদেশকে কতটি ভূকম্পনীয় অন্চলে বিভক্ত করা হয়েছে ?
= ৩টি
১৩।বালাদেশের কোন অন্চল ভূমিকম্পর মারাত্মক ঝুঁকিপূর্ণ অন্চল হিসেবে ধরা হয়?
= উত্তর-পূর্বাঞ্চল
১৪।বাংলাদেশে কোন সালে সবচেয়ে মারাত্মক বন্যা হয়েছিল?
= ১৯৯৮
১৫।বাংলাদেশে আঘাতহানা সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ কোনটি?
= আমপান , ২০ মে,২০২০ ।
১৬। SAARC এর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়?
নয়া দিল্লি ভারত
১৭১৭৯৭- ২০২০ এ পর্যন্ত বাংলাদেশ অঞ্চলে মোট কতটি ঘূর্ণিঝড় হয়?
উত্তরঃ ৪৮৩টি।
১৮।. ১৯৭০ সালে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি ছিল?
উত্তরঃ গোর্কি।
১৯. দেশে প্রথম ঘূর্ণিঝড় কর্মসূচী উদ্বোধন করেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯৭২)।
২০. ‘দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৩ সালে।
২১।দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হিসেবে বাংলাদেশে উপকূলীয় জেলা কতটি..
=১৯[ ব্যাখা: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতেঃ ১৩টি,স্থানীয় সরকারঃ ১৯, নির্বাচন কমিশনঃ ১২ কোনো সোর্স না বললে ঃ ১৯টি দাগাবেন ]
২২।বায়ুমণ্ডলের চারটি স্তরের প্রভাব হিসেবে বিদ্যুৎ চমকানো দেখতে পাই..
=ট্রপোমণ্ডল। কারণ যাবতীয় ঝড় বৃষ্টিপাত সব এ স্তরে)
২৩।বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী কী হত? বরফাচ্ছন্ন / মরুময়?
=মরুময় ( চঁাদে বায়ুমণ্ডল না থাকায় মরুময় হয়। বুধ গ্রহে খুবই সামান্য বিয়ুমন্ডল থাকায় এর উপরি ভাগ চঁাদের ন্যায় মরুময়।)
২৪। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ভেঙে কত সালে দুর্যোোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হিসেবে গঠন করা হয়?
=২০১২
২৫। সংক্ষুব্ধ ব্যক্তি ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগ করতে পারবেন” – দুর্যোগ ব্যবস্থাপনা আইনের কত নং ধারায় এটি বলা আছে?
২৯ নং
২৬। দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধান কে?
- প্রধানমন্ত্রী
২৭। . বাংলাদেশে ভূ- উপগ্রহ কেন্দ্র কয়টি
-- ৪টি। বেতবুনিয়া(রাঙামাটি), তালিবাবাদ(গাজীপুর),মহাখালি , সিলেট ।
২৮।বাংলাদেশে বর্তমানে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে
>> ৪টি ।ঢাকা,চট্টগ্রাম ,রংপুর ও সিলেট ।
২৯ । বাংলাদেশে আবহাওয়া স্টেশন কয়টি ?
>> ৩৫টি
৩০। বাংলাদেশে বর্তমানে আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্র
>>২টি।
৩১।। বাংলাদেশে বর্তমানে রাড়ার স্টেশন আছে
>>> ৫টি।
৩২। বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র আছে
>. ১২টি।
৩৩। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র
>>> ৪১০টি।
৩৪। বাংলাদেশে বর্তমানে কতটি স্লাইকোন সেন্টার আছে
>> ১৮৪১টি।
৩৫। নদী বন্দরের জন্য সতর্ক সংকেত
-৬টি
৩৬। সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত
.. ১০টি
৩৭। পুনর্বিন্যাসকৃত আবহাওয়া সংকেত
-৮টি।
৩৮।বাংলাদেশে নদী ভাঙ্গন হয়
-১০০টি উপজেলায়(সবচেয়ে বেশি চাঁদপুর, তারপর সিরাজগঞ্জ)
৩৯। উপকূলীয় জেলা কয়টি
>> ১৯টি।
৪০।বাংলাদেশের উপকূলীয় সীমা
>> ৭১১/ ৭১৬ কি.মি দীর্ঘ।
৪১‘। বাংলাদেশকে কয়টি ভূমিকম্পনীয় অঞ্চলে ভাগ করা হয়
>> ৩টি পর্যায়ে।
৪২। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কাজ করে
>>> ৩টি।
৪৩। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু হয়
>> ২০০৪সালে ।
৪৪। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কয়টি
> ৩টি। ( পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ, প্রশমন)
৪৫। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রাণালয় গঠিত হয়
>> ১৩, সেপ্টে, ২০১২।
৪৬। আবহাওয়া অধিদপ্তর / স্পারসো কোন মন্ত্রাণালয়ের অধীনে
>> প্রতিরক্ষা ( প্রধানমন্ত্রীর) নিয়ন্ত্রণে)
৪৭। টিআর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ কোন মন্ত্রাণালয়ের অধীনে
=দুর্যোগ ও ত্রাণ মন্ত্রাণালয়
৪৮ নিরাপদ খাদ্য আইন ২০১৩ পাস হয়,
৪৯।২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
৫০। বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস----- ১৩ অক্টোবর।
৫১। SPARSO কবে প্রতিষ্ঠিত হয় কত সালে? ----১৯৮০। আগাঁর গাঁও এ অবস্থিত।
৫২। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়?
–----- আগারগাঁও ।
৫৩।দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্যে এবং পর্যায় কয়টি ?
----- ৩টি।
৫৪।ঘূণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম------ SPARSO
৫৫। বাংলাদেশে পরিবেশ আদালত কয়টি ?
------- ৩টি। (ঢাকা, চট্টগ্রাম, ও সিলেট। )
৫৬। বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয়------- ১৯৯২ সালে ।
৫৭। পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে বেড়েছে
------- ০.৭৪ডিগ্রি সেলসিয়াস ।
৫৮। দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে বলে
-------পূর্ব প্রস্তুতি
১. প্রথম জাতীয় পরিবেশ নীতি গৃহীত- ১৯৯২
২. বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো গঠিত- ১৯৯৩
৩. বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ নিরাপত্তা বিধিমালা- ১৯৯৭
৪. বাংলাদেশ দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী প্রণীত- ১৯৯৭
৫. বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন- ১৯৯৮
৬. বাংলাদেশে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী চালু- ২০০৪
৭. বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা আইন চালু- ২০১২.

No comments